বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমেক চিকিৎসক নিহত 

ময়মনসিংহ প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমেক চিকিৎসক নিহত 

ময়মনসিংহ নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের জমির মুন্সি লেনের বাসায় এ ঘটনা ঘটে।

ডা. নোমান ময়মনসিংহ নগরীর মৃত তাহির উদ্দিনের ছেলে। নোমানের স্ত্রীও ময়মনসিংহ মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসমত আরা। 

বিষয়টি জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, রাত ১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি শেষে বাসায় ফেরেন ডা. নোমান। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে চার্জ দেয়া মোবাইল ফোনে আগুন ধরে গেলে ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 

পরে পরিবারের লোকজন পোড়া গন্ধ পেয়ে নোমানের রুমে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকদের অনাপত্তি পত্র নিয়ে মরদেহ পরিবারের  কাছে হস্তান্তর করা হয়।

টিএইচ